Khoborerchokh logo

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হলেন কৃষিবিদ নজরুল ইসলাম খোকন । 1504 0

Khoborerchokh logo

ছবি,নজরুল ইসলাম খোকন সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ-কেন্দ্রীয় কমিটি


কামাল হোসেন
বৃহত্তর ময়মনসিংহ জেলা,মুক্তাগাছা থানার কৃতি সন্তান,সফল কৃষিবিদ,রাজপথের লড়াকু সৈনিক জনাব নজরুল ইসলাম খোকন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ।নব নির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত সকল অঙ্গ প্রতিষ্ঠানের নেতাকমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি আরও বলেন এই দেশে কৃষকরা যেভাবে ভাল থাকতে পারে, সে ব্যাপারে আমি সবসময় সচেতন ছিলাম ,আছি এবং থাকবো । কৃষকরা ভাল থাকলে দেশ ভাল থাকবে । আমার রাজনৈতিক জীবনে মুল বিষয়বস্তু ছিল কৃষি ও কৃষক । আমার এলাকাসহ দেশবাসীর নিকট দোয়া চাই ,জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি । বাংলাদেশ কৃষকলীগের পক্ষ থেকে আপামোর জনসাধারণকে জানাই ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com